একুশে বইমেলা পিছিয়ে গেল
অমর একুশে বইমেলা আগামী পহেলা ফেব্রুয়ারি থেকে শুরু না হয়ে বরং ২ সপ্তাহ পেছানোর খবর পাওয়া গেছে। জানা যাচ্ছে, ফেব্রুয়ারি মাসের ১৪/১৫ তারিখ থেকে শুরু হতে পারে এবারের একুশে বইমেলা।
আজ রোববার (১৬ জানুয়ারি) বইমেলার আয়োজনকারী প্রতিষ্ঠান বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা সংবাদমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।
কবি মুহম্মদ নুরুল হুদা বলেছেন, অফিসিয়াল চিঠি আমরা এখনো হাতে পাইনি। তবে পিছিয়ে মেলা শুরুর সিদ্ধান্তের কথা শুনেছি।
সংস্কৃতি মন্ত্রণালয় থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, বইমেলা পেছানোর বিষয়টি সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বাংলা একাডেমির মহাপরিচালককে অবহিত করেছেন।
সারা পৃথিবীব্যাপী করোনা ভাইরাসের প্রাদুভার্বের কারণে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানাদিতে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এবারের বইমেলাও করোনা ভাইরাসের নতুন রুপ ‘ওমিক্রন’ এর ছড়াছড়ির কারণেই এমন সিদ্ধান্ত।
সূত্র: বাংলানিউজ২৪.কম