পলিয়ার ওয়াহিদের কবিতা
বিষ বছরের ইষ
এক.
বিষ বছরে কত নারী হারিয়েছে গর্ভের ভ্রুণ
কত শিশু হারিয়েছে মায়ের কবর
হে দুনিয়া সেই হিসেব আছে তোমার কাছে?
জীবনের বিনিময়ে যারা নিরাপত্তা দিতে চায়
তাদের ভয়ে কেন পিষে গেলে প্লেনের চাকায়?
হে ইতিহাসের পুত্র, আমুদরিয়ার সন্তান
তোমরা এতো লোভী তবে?
কে শিখিয়েছে জীবনের চেয়ে শান্তি বড়?
তোমরা কেন ভুলে গেলে দেশপ্রেমের গান?
শহীদ হবার সুখ তোমরা জানো না?
এর চেয়ে আনন্দ নেই অদ্বিতীয় আর।
দুই.
হে যুদ্ধময়ী জঙ্গিময়
তোমাদের দেশপ্রেম, যুদ্ধের বাগান
বেঁচে থাকুক চিরকাল
হে মুক্তিযোদ্ধা তালেবান
তোমাদের হাতে রচিত হোক
আফগানে ব্যাবিলিয়নের উদ্যান।
পাহাড়ে পাহাড়ে ফুটুক ফুল
আমুদরিয়ায় আবার ভেসে যাক
তোমাদের সন্তানের কাগজের নৌকা
আর
বোনেরা ফিরে যাক ইশকুল মাদ্রাসায়
বিদ্যাপীঠে জ¦লুক জ্ঞানের মশাল
তারাও যুদ্ধের মাঠে
ঘোড়ার পিঠে চড়–ক
প্রেমিকের সঙ্গে লুকিয়ে পাহাড়ে ঘুরে আসুক
তাদের লাজুক হাসিতে ফেঁসে যাক যুবক হৃদয়
তোমরাও তো জানো
প্রেমিক পুরুষ মাতৃভূমির মতো হালাল।
তিন.
বিশ বছর পর
বিষের সুরে গাইলো
আফগানের পাখিরা।
আরো পড়ুন: যেভাবে লেখা হলো বিদ্রোহী কবিতা
আমাদের ফেসবুক গ্রুপ: সুধাপাঠ সাহিত্য ফোরাম
Pingback: তমিজ উদ্দীন লোদীর কবিতা - সুধাপাঠ
Pingback: বদরুজ্জামান আলমগীরের কবিতা - সুধাপাঠ
Pingback: সর্বকনিষ্ঠ কাশ্মিরী লেখিকা আদিবা রিয়াজ: ১১ তেই বই লিখে চমক - সুধাপাঠ