কবি মুহিব খানের আল-কুরআনের কাব্যানুবাদ প্রকাশিত হলো
প্রকাশিত হলো জাগ্রত কবি খ্যাত মুহিব খানের আলোচিত রচনা পবিত্র কুরআনের কাব্যানুবাদ। মুহিব খান বলেন, পবিত্র কোরআনের প্রথম পূর্ণাঙ্গ ও বিশুদ্ধ কাব্যানুবাদের কাজ শুরু হয় ১৯ মার্চ ২০০৪, জুমাবার, বাদ মাগরিব থেকে। বিক্ষিপ্তভাবে ১০০ দিনের মত কাজ করে এর প্রথম ১০ পারা সমাপ্ত হয় এবং ২০০৬ সালের জুলাই মাসে তা বই আকারে প্রকাশিত হয়। দৈনিক ইনকিলাবেও ধারাবাহিকভাবে প্রকাশিত হয় তখন। ২০০৬ এর পর থেকে ২০২০ পর্যন্ত দীর্ঘ ১৪ বছরে হাজার ব্যস্ততার ভীড়ে অত্যন্ত বিক্ষিপ্তভাবে আর মাত্র পৌনে ৩ পারার কাজ অগ্রসর হয়।
মুহিব খান আরো বলেন, সর্বশেষ গত ১৬ এপ্রিল ২০২০, বাদ মাগরিব থেকে পূর্ণ গতিতে কাজ শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর ২০২০, সোমবার, শেষরাত পর্যন্ত মোট ৫ মাস ১২ দিন সময়কাল এর কাজ চলে। এ সময়ের ভেতর দুই ঈদসহ অনিবার্য প্রয়োজনে আরও দেড় মাসের কিছু বেশি দিনের বিরতি বাদ দিয়ে বাকি ৪ মাসেরও কিছু কম সময়ের নিবিড় সাধনায় অবশিষ্ট সোয়া ১৭ পারার কাজ দ্রুত সুসম্পন্ন হয়।
মুহিব খান অনুদিত পবিত্র কোরআনের কাব্যানুবাদের বৈশিষ্ট :
১ . পবিত্র কুরআনের শুরু থেকে শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ ধারাবাহিক কাব্যানুবাদ।
২. কুরআনের তুলনামূলক বিশুদ্ধ ও নির্ভরযোগ্য কাব্যানুবাদ। আবেগ বা অনুমানভিত্তিক নয়।
৩. কুরআনের মূলানুগ কাব্যানুবাদ। সারসংক্ষেপ বা ভাবানুবাদ নয়।
৪. কুরআনের প্রতিটি আয়াত থেকে আয়াতের ধারাবাহিক স্বতন্ত্র অনুবাদ। মিশ্রিত নয়।
৫. কুরআনের বিশেষ বিশেষ ছন্দসমৃদ্ধ সূরা ও আয়াতসমূহের অনুবাদ যথাযথ বিশেষ ছন্দ ও অন্তমিলেই করা হয়েছে।
৬. যথার্থ কাব্যমান, উচ্চতর ভাষা ও সাহিত্যমান-সম্পন্ন কাব্যানুবাদ। ছন্দ-গোঁজামিল বা অনুত্তীর্ণ সাহিত্যমানপূর্ণ নয়।
৭. এটি দেশ ও বিশ্বে পবিত্র কুরআনের সর্বপ্রথম কাব্যানুবাদ। কোন দেশে বা আর কোন ভাষায় তা হয়েছে বলে জানা নেই।
পবিত্র কোরআনের কাব্যানুবাদ গ্রন্থটি কিনতে এখানে ক্লিক করুন: আল-কুরআনের কাব্যানুবাদ
আরো পড়ুন: আল মাহমুদকে নিয়ে মুক্তগদ্য