অনেক দূরের মানুষ: অনুপম রায়ের নতুন গান
Anek Durer Manush (অনেক দূরের মানুষ) | Full Song | Anusandhan | Anupam Roy – Anupam Roy Lyrics
Singer | Anupam Roy |
Singer | Anupam Roy |
Music | Anupam Roy |
Song Writer | Anupam Roy |
অনেক দূরের মানুষ
কখনও জোর করে অথবা ভুল করে
বোঁজো চোখের পাতা, ঝিমিয়ে নাও মাথা
আমার পরিচয় এড়িয়ে যাও।
যেভাবে উচ্চারণ হয়েছে সাধারণ,
খেলাতে হেরেছি, আঁকড়ে ধরেছি,
ছাড়িয়ে নাও তোমায়, এগিয়ে যাও।
থাক সে কথা জানতে চেয়ে আর লজ্জা দিয়ো না।
স্পর্শকামী হাত দুটো আর ধরতে চেয়ো না।
আমি অনেক দূরের মানুষ
কাছে থাকি কিছুক্ষণ
তুমি মিথ্যে আমায় দিলে তোমার মন।
আমি নিজেই নিজেকে ঠকাই
ভুলে থাকি কিছুক্ষণ,
তুমি মিথ্যে আমায় দিলে তোমার মন।
যে সুরে বেঁধেছি
আঙুলে গেঁথেছি
সে হাত একবার ধরে দেখো
ছুঁয়ে দেখো না।
যে ফিতে বাঁধনি, আড়ালে কাঁদনি
অঝোরে ঝরিনি, নজের পড়িনি
আমার পরিচয়, এড়িয়ে যাও।
থাক সে কথা জানতে চেয়ে আর লজ্জা দিয়ো না।
স্পর্শকামী হাত দুটো আর ধরতে চেয়ো না।
আমি অনেক দূরের মানুষ
কাছে থাকি কিছুক্ষণ
তুমি মিথ্যে আমায় দিলে তোমার মন।
আমি নিজেই নিজেকে ঠকাই
ভুলে থাকি কিছুক্ষণ,
তুমি মিথ্যে আমায় দিলে তোমার মন।
আমি অনেক দূরের মানুষ
কাছে থাকি কিছুক্ষণ
তুমি মিথ্যে আমায় দিলে তোমার মন।
আমি নিজেই নিজেকে ঠকাই
ভুলে থাকি কিছুক্ষণ,
তুমি মিথ্যে আমায় দিলে তোমার মন।
সূত্র: অনুপম রায়ের ফেসবুক পেজ ও Eskay Movies Youtube Channel
আরো পড়ুন: জহুর কবিরে একগুচ্ছ গীতিকবিতা